সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভিডিও। বলা হচ্ছে 23 বছর বয়সী মেরিন ট্রেইনার জেসিকা রেডক্লিফকে শো চলাকালে তারই প্রশিক্ষিত ওরকা যাকে অনেকে কেলার হোয়েল বলে। হঠাৎ আক্রমণ করে তাকে হত্যা করে। ভিডিওতে দেখা যায় সে পানির ধারে দাঁড়িয়ে আছে। আর মুহূর্তের মধ্যে ওরকা তাকে টেনে নেয় গভীর পানিতে। দর্শকরা আতঙ্কে চিৎকার করছে। আর দৃশ্যটি এতটাই বাস্তব মনে হয় যে হাজারো মানুষ বিশ্বাস করে বসেছে এটিই সত্য।
ফ্যাক্ট চেক তদন্তে জানা গেছে এই ঘটনাটি পুরোটাই ভুয়া। জেসিকা রেডক্লিফ নামে কোন ট্রেইনারের অস্তিত্বই নেই। আর ভিডিওতে উল্লেখ করা প্যাসিফিক ব্লু মেরিন পার্ক বা ব্লুপ্রেস্ট মেরিন পার্কও বাস্তবে নেই। ঘটনার কোন সময় তারিখ বা স্থান নিশ্চিতভাবে পাওয়া যায়নি। সেই ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে পানির শব্দ মানুষের চিৎকার এমনকি ট্রেইনারের নড়াচড়ার কিছু অংশ এআই ও সিজিআই প্রযুক্তি দিয়ে তৈরি। টাইমস অফ ইন্ডিয়া ইকোনমিক টাইমস ই নিউজ এমনকি ফ্যাক্ট চেকিং সাইট স্নপসো নিশ্চিত করেছে যে এটি একটি এআই জেনারেটেড হোক্স ভিডিও। যদিও এই ঘটনা কাল্পনিক ইতিহাসে ওরকার আক্রমণে ট্রেইনারদের মৃত্যুর কিছু সত্যিকারের ঘটনা রয়েছে।
2010 সালে সি ওয়ার্ল্ডে ডাউন ব্রান্সো নামের এক অভিজ্ঞ ট্রেইনার ওরকা টিলিকাম এর আক্রমণে নিহত হন। 2009 সালে স্পেনে অ্যালেক্সিস মার্টিনিস নামের এক ট্রেইনার ওরকা কেটের আক্রমণে মারা যান। 1991 সালে কানাডায় কেউ বার্ন নামের এক তরুণী ট্রেইনারকে পানিতে টেনে নিয়ে যায় ওরকা।এই বাস্তব ঘটনার ভয়কে কাজে লাগিয়ে এই নকল ভিডিও বানানো হয়েছে যাতে মানুষ সহজেই বিশ্বাস করে বসে।
Tasin/International Desk/DK