আবারও আগস্টের আকাশে আসতে চলেছে বছরের অন্যতম চিত্তাকর্ষক মহাজাগতিক দৃশ্য যার নাম দেওয়া হয়েছে পারসেইড উল্কাবৃষ্টি। Live Science-এর তথ্য থেকে জানা যায়, গত ১৭ জুলাই থেকে এখন পর্যন্ত এবং আগামী ২৪ আগস্ট পর্যন্ত সক্রিয় থাকবে এই উল্কাবৃষ্টি । তবে গত কয়েকদিন এ উল্কাবৃষ্টি বাংলাদেশ থেকে ভালোভাবে দৃশ্যমান হয়নি।এই উল্কাবৃষ্টির শীর্ষ সময় হবে ১২ থেকে ১৩ আগস্টের রাত পর্যন্ত। এটি বাংলাদেশ থেকেও দেখতে পাওয়া যাবে, যদিও প্রায় পূর্ণিমাকার চাঁদ উজ্জ্বল করে তুলবে আকাশ, যার ফলে ক্ষীণ উল্কাগুলো দেখার সুযোগ কম থাকবে এবং কম দৃশ্যমান হবে। তবে উজ্জ্বল উল্কাগুলো ঝলসে পড়বে আকাশ চিরে যা সবার জন্যই এক স্মরণীয় অভিজ্ঞতা হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, উল্কাবৃষ্টি উপভোগের জন্য শহরের কোলাহল ও আলোক দূষণ থেকে দূরে যেতে হবে। কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান বা সিলেটের মতো অন্ধকার ও খোলা আকাশের জায়গাগুলো হবে আদর্শ। মধ্যরাতের পর থেকে শুরু করে ভোর পর্যন্ত, বিশেষত প্রভাতের দিকে এই উল্কা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। চোখ অভ্যস্ত করতে অন্তত ২০-৩০ মিনিট অন্ধকারে থাকা এবং ফোন বা টর্চের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এ বছরের পারসেইডে রয়েছে একটি বাড়তি চমক। এটি হচ্ছে, ভোরের দিকে একই সঙ্গে শুক্র (Venus) ও বৃহস্পতি (Jupiter) গ্রহের বিরল সংযোগ (conjunction) দেখা যাবে। ফলে এ রাত হবে উল্কা ও গ্রহপ্রেমীদের জন্য এক অনন্য উৎসবমুখর অভিজ্ঞতা।
জানা গেছে, পারসেইড উল্কাবৃষ্টি মূলত সুইফট-টাটল ধূমকেতুর ধূলিকণা থেকে তৈরি, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে এবং আকাশে আলোর রেখা তৈরি করে। প্রতিবছর আগস্টের এই সময়টায় পৃথিবী এই ধূমকেতুর ধূলির পথে প্রবেশ করে, আর সেই থেকেই জন্ম নেয় এই চমকপ্রদ মহাজাগতিক প্রদর্শনী।
Tasin/Digital Khobor