একসময় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর ছিল অনেক বেশি স্বচ্ছ জল, সাদা পাথরের চোখ ধাঁধানো স্তূপ ও সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা এক অপার সৌন্দর্যের লীলাভূমি। বর্তমানে সেখানে এক নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে নদীর তলদেশে বড় গর্ত, ঘোলা পানি আর পাথরশূন্য বিরানভূমি । স্থানীয়রা অভিযোগ করেন, কিছু প্রভাবশালী চক্র শত শত নৌকায় দিনের আলোয় ও রাতে অবৈধভাবে পাথর তুলে নিয়ে যাচ্ছে। মাত্র কয়েক মাসের লুটপাটে পাথরের স্তূপ, নষ্ট হয়েছে নদীর স্বচ্ছতা নিস্তেজ হয়ে গিয়েছে।
বাসিন্দা মো. আব্দুল ওয়াদুদ শিপন এই বিষয়ে জানান, তিনি অনেকবার উপজেলা ও জেলা প্রশাসনকে অভিযোগ করার পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে সাদাপাথরের নাম হারিয়ে যাবে পর্যটন মানচিত্র থেকে, বিপর্যস্ত হবে এখানে জীবিকার ওপর নির্ভরশীল শতাধিক পরিবার । ট্রাভেলার্স অফ গ্রেটার সিলেটের এডমিন শেখ রাফি এই বিষয়ে জানান, এই লুটপাট শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পরিবেশ, জীববৈচিত্র্য ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে প্রশাসনের এই নিষ্ক্রিয়তা ।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগের সমন্বয়ক শাহ শাহেদা জানান, “খনিজ সম্পদ মন্ত্রণালয় তদারকির দায়িত্বে থাকলেও সাদাপাথর রক্ষায় কার্যকর উদ্যোগ নেই, ফলে সিলেট অরক্ষিত হয়ে পড়ছে।“
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, “নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, যৌথ বাহিনী নিয়ে অভিযান চলছে এবং স্থানীয়দের সহযোগিতায় অবৈধ কার্যক্রম বন্ধে কাজ হচ্ছে।“
Tasin/Digital Khobor