আজ ১১ আগস্ট রোজ সোমবার বেলা ১১টায় ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীতীরে কলাগাছের ভেলায় ভেসে পটুয়াখালীর কলাপাড়ায় বন্যাকবলিত মানুষ নিজেদের দাবি জানালেন। তারা সেখানে সংবাদ সম্মেলন করেন। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে শতাধিক ভুক্তভোগী অংশ নেন আয়োজিত এ কর্মসূচিতে ।
এলাকার বাসিন্দা হালিমা আয়শা লিখিত বক্তব্যে জানান, “প্রায় ৪০ বছর ধরে নদীতীরবর্তী ২৫০টি পরিবার বসবাস করে আসছে বেড়িবাঁধ ছাড়া । ফলে স্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় গ্রাম, ২০০ একর কৃষিজমি ডুবে যায় বেড়িবাঁধ না থাকার কারণে। রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতভিটা ডুবে যায়। বর্ষায় অনেকে পানির কারণে রান্না করতে পারেন না, ফসল নষ্ট হয়, চলাচলের একমাত্র মাধ্যম হয় ভেলা বা নৌকা। তিনি তিন কিলোমিটার এলাকায় টেকসই রিং বাঁধ নির্মাণ করার জন্য দাবি তোলেন।
ক্ষতিগ্রস্ত কবির হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “জোয়ারের পানিতে গবাদিপশু চরানো, শিশুদের স্কুলে পাঠানোসহ স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এ দুর্দশা থেকে মুক্তি পেতে টেকসই বাঁধই একমাত্র সমাধান।“
এই নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মান্নু বলেন, “উপকূলের মানুষ বছরের অধিকাংশ সময় দুর্যোগের সঙ্গে লড়াই করে। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতেও তলিয়ে যায় এলাকা, তৈরি হয় চরম ভোগান্তি। তাই স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি।“
Tasin/Digital Khobor