অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে । আগামী ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে।
আজ ২ আগস্ট রোজ শনিবার অন্তর্বর্তী সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।
অন্তর্বর্তী সরকারের দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার বিকেলে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। এ বিষয়ে অতি তাড়াতাড়ি বিস্তারিত ঘোষণা করা হবে।
গতকাল শুক্রবার রাত্রিবেলা এক ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে ।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার জন্য উদ্যোগ নেয় । ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এটি প্রকাশ করবে বলে ঘোষণাও দেয়া হয়। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় ।এই বিষয়টি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন মেনে নেয়।
এরপর অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে । দলগুলোর মতামত নেয়া হয় সেখানে। পরবর্তীতে দলগুলোর কাছে ঘোষণাপত্রের খসড়াও পাঠায় অন্তর্বর্তী সরকার। পরে দলগুলোর মতামতের ভিত্তিতে এই খসড়াটি চূড়ান্ত করা হয়।
Tasin/Digital Khobor