প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে সমুদ্রসৈকতের টানে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করেন । তবে এই আনন্দঘন সময় কখনো কখনো মৃত্যুার আধারে পরিণত হয় । বিশেষ করে যখন পর্যটকরা গোসলের সময় ঢেউয়ের টানে অতিরিক্ত দূর চলে যান ।
সম্প্রতি সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ে ভেসে যাওয়ার একাধিক দুর্ঘটনা দেখা যাচ্ছে। এরই প্রেক্ষিতে কক্সবাজার কোস্ট গার্ড সূত্র জানায়, সৈকত থেকে ২০ থেকে সর্বাধিক ৩০ মিটার দূরবর্তী অংশ থেকেই শুরু হয় বিপদের সম্ভাবনা । সেখানে ঢেউ আরও শক্তিশালী এবং প্রবাহ বেশি হওয়ায় হঠাৎই মানুষ ভারসাম্য হারিয়ে ভেসে যেতে পারে।
বিশেষজ্ঞরা রিপ কারেন্ট এর বিষয়ে জানান, কক্সবাজার উপকূলে প্রায়শই “রিপ কারেন্ট” নামক একধরনের অদৃশ্য স্রোতের সৃষ্টি হয়, যা কোনো সতর্কবার্তা ছাড়াই মানুষকে টেনে নিয়ে যেতে পারে গভীর পানির দিকে । এই স্রোত সৈকতের অগভীর পানিতে দেখা না গেলেও প্রায় ১৫-২০ মিটার দূর থেকে কার্যকর হতে শুরু করে।
বাংলাদেশ লাইফ সেভিং সোসাইটির এক কর্মকর্তা এই বিষয়ে জানান,
“অনেক সময় দেখা যায়, পর্যটকরা একসঙ্গে খেলতে খেলতে বা সেলফি তুলতে তুলতে ধীরে ধীরে বিপজ্জনক দূরত্বে চলে যান। বিশেষ করে জোয়ারের সময় যখন পানি দ্রুত গভীর হয়ে যায় এবং ঢেউয়ের শক্তিও অনেকটা বেড়ে যায়।”
তাই গোসলের সময় সৈকতের ২০ মিটারের বেশি ভেতরে যাওয়া বিপজ্জনক হিসেবে উল্লেখ করা হয়েছে।
কক্সবাজার সৈকতে গত এক মাসের মধ্যেই ৬ জন পর্যটক ঢেউয়ে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই চলে গিয়েছিলেন বিপজ্জনক দূরত্বে । এদের কেও আবার সাঁতার জানতেন না বা সতর্কতা মানেননি।
Tasin/Digital Khobor