ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদে বিরাজ করছে চরম উত্তেজনা ও অচলাবস্থা । স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি, হামলার হুমকি ও ইউপি কার্যালয়ে তালা লাগানোর অভিযোগ উঠে এসেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা এ অবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় আত্মগোপনে সেখান থেকে চলে গেছেন।
গত ২০ জুন চেয়ারম্যান বাবুল মৃধার কাছে স্থানীয় বিএনপি নেতারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ জানান। এরপর ২২ জুন অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেন স্থানীয় বিএনপি নেতারা। তারপর ২৩ জুন ইউনিয়ন পরিষদে তালা লাগানো হয়। এই একই দিনেই বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্টে বিএনপি নেতারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ।
পরবর্তীতে, চেয়ারম্যান আত্মগোপনে চলে যান এবং বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
চেয়ারম্যান বাবুল মৃধা অভিযোগ করে বলেন,
“দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক ও তার ভাই ইকবাল মল্লিকসহ ৮ জন ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, চাঁদা না দিলে পিটিয়ে মেরে ফেলবে, তার বাড়িঘর জ্বালিয়ে দেবে।”
তিনি আরও জানান, প্রশাসন ও বিভাগীয় দপ্তরে অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সংরক্ষিত নারী মেম্বার আয়শা আক্তার রিনা এই বিষয়ে বলেন:
“বিএনপি নেতারা পরিষদে তালা দিয়েছে। ইউনিয়নের সব জনসেবামূলক কাজ বন্ধ হয়ে গেছে।”
৩নং ওয়ার্ড মেম্বার হারুন খন্দকার বলেন:
“মানুষ পরিষেবার জন্য আসছে কিন্তু তারা সেবা পাচ্ছে না। কথা বলাটাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।”
স্থানীয় বাসিন্দারা জানান:
“চেয়ারম্যান সবসময় দলমত নির্বিশেষে ভালোভাবেই কাজ করেছেন। কিন্তু পরিষদ এখন বন্ধ, উনি নাই, আমরা বিপাকে পরে গেছি।”
এই ঘটনায় বিএনপি পাল্টা বক্তব্য দিয়ে বিএনপি সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক বলেন:
“চাঁদা দাবির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সে বিনা ভোটের চেয়ারম্যান হয়েছিলেন। উনি ফ্যাসিস্ট সরকারের দোসর, এমন কেউ বাংলায় নেই তাহলে সে কেন থাকবে? আমার বিরুদ্ধে ৫ আগস্টের পর কেউ ১ পয়সারও অভিযোগ আনতে পারবে না। আমার বিরুদ্ধে সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিছু ফ্যাসিস্ট তাড়াতে কিছু ত্যাগ করতে হয়। বিষয়টি প্রশাসনিক, আশা করি দ্রুত সমাধান হবে।”
Tasin/DBN