১৫ জুন ২০২৫:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়ে নগর ভবনের সামনে আজ রবিবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ইশরাকের সমর্থকরা। তাদের আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত শপথ অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং প্রধান উপদেষ্টার কার্যকর হস্তক্ষেপ চান এই বিষয়টির সমাধান করার জন্য।
ইশরাক হোসেন বিক্ষোভ সমাবেশে বলেন,
“আমাকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে । অথচ এখনও নির্ধারণ করা হয়নি আমার শপথের তারিখ । এটি হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। আর অপেক্ষা করব না আমরা । এখন থেকে আমাদের তত্ত্বাবধানে চলবে এই নগর ভবন ।”
তিনি এই বিষয়ে আরও জানান,
“কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না এই নগর ভবনে। তবে যেন জনদুর্ভোগ না হয়, সে কারণে দৈনন্দিন সেবা কার্যক্রম যথারীতি চলবে । আমরা এখানে সুশৃঙ্খল আন্দোলন চালিয়ে যাব, কিন্তু বিরতিহীন হবে এই আন্দোলন ।”
ইশরাক এ সময় সরাসরি অভিযোগ জানিয়ে বলেন,
“আমার শপথ গ্রহণ আটকে রাখা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার অপতৎপরতা এবং অপরাজনীতির কারণেই । আমি সরকারকে বলব যে এইসব অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না। শপথ অনুষ্ঠান অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করুন, এটি না করা হলে বিভ্রান্তিকর পরিস্থিতির দায়ভার অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।”
এর আগে, ঈদুল আজহার কথা বিবেচনায় নিয়ে গত ৩ জুন ইশরাক আন্দোলন সাময়িক শিথিল করার জন্য ঘোষণা দিয়েছিলেন। তবে ইশরাক আজকের কর্মসূচিতে জানান, এই ভিক্ষোবের আর কোনো বিরতি দেওয়া হবে না। এটি চলবে ধারাবাহিক কর্মসূচি অনুসারে।
প্রসঙ্গত,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় । এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন। তবে এই নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ২০২০ সালের ৩ মার্চের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য আদালতে মামলা করেন ইশরাক।
অবশেষে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচন ট্রাইব্যুনাল তৎকালীন ফলাফল বাতিল করে বৈধ মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনকে । পরবর্তীতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে মেয়র হিসেবে ইশরাককে ঘোষণা দেয়। কিন্তু তখন থেকে এখন পর্যন্ত তার শপথ অনুষ্ঠান হয়নি।
Tasin/DBN