১৩ জুন ২০২৫:
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান দেশের রাজনৈতিক দল বিএনপিকে সতর্ক করে বলেছেন,
“বিএনপি যদি নিজেদের দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তাদের রাজনৈতিক পরিণতিও ফেসিস্ট আওয়ামী লীগের মতোই জনবিচ্ছিন্ন, দমনমূলক ও জনগণের ঘৃণার পাত্রতে পরিণত হবে।”
তিনি গতকাল শুক্রবার বিকেল বেলা টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন। পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের দ্বারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় এবং তার দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ ।
অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে শাকিল উজ্জামান বলেন,
“১৬ বছর ধরে যে বিএনপি ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার হয়েছে, আজ তারাই হামলা চালাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর ওপর । আমাদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালীতে অবরুদ্ধ করে রাখা এবং তার নেতাকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করাই প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপির কিছু অংশ ।”
তিনি সেখানে আরও বলেন,
“যারা পেশিশক্তির মাধ্যমে রাজনীতি করবে , দেশের রাজনীতি যারা চাঁদাবাজি দিয়ে পরিচালনা করতে চায়, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর পেশিশক্তির রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না।”
শাকিল উজ্জামান বলেন,
“আমরা বারবার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলে আসছি যে আমরা রাজপথের দল। আমাদের দাবিয়ে রাখতে পারেনি সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ , বিএনপির সন্ত্রাসীরাও আমাদের দাবিয়ে রাখতে পারবে না। সর্বদা গণমানুষের পক্ষে আমাদের আন্দোলন । কখনো কারো দয়ার রাজনীতি করি না আমরা ।”
তিনি অনুষ্ঠানে বিএনপি সন্ত্রাসদের হুঁশিয়ারি দিয়ে বলেন,
“বিএনপি যদি এখনই introspection না করে এবং দল থেকে সন্ত্রাসী উপাদানগুলোকে চিহ্নিত করে বের না করে, তবে একই হবে তাদের ভবিষ্যৎ ; যেমনটা আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে, যেখানে কোনোরকম জনসম্পৃক্ততা নেই, আছে শুধু রাষ্ট্রীয় দমন-পীড়ন।”
সেখানে থাকা অন্যান্য বক্তারা সবাই একযোগে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন,
“গণঅধিকার পরিষদের রাজনীতি আদর্শভিত্তিক, অন্যায়ের বিরুদ্ধে। আমরা অতীতে যেমন মাঠে ছিলাম, আগামীতেও থাকব। কেউ আমাদের আন্দোলন রুখতে পারবে না।”
Tasin/DBN