ঢাকা, ২৪ মে:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক গঠনমূলক অবস্থান নিয়ে বলেছেন,- বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ সুস্পষ্টভাবে ও একসাথে ঘোষণা করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “কেবলমাত্র একটি নির্বাচনকালীন সরকার নয় এই অন্তর্বর্তী সরকার , এই সরকার একটি গণঅভ্যুত্থানের ফলস্বরূপ গঠিত সরকার। প্রধানত এই সরকারের দায়িত্ব হলো—জুলাই আগস্ট অভ্যুত্থানের বিচার করা, রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করা এবং সর্বোপরি সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করা।”
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা । “সরকারকে অবশ্যই আস্থা তৈরির জন্য নিরপেক্ষ ও গণতান্ত্রিক মানদণ্ডে তাকে পরিচালিত হতে হবে,”।
নাহিদ ইসলাম সেনাবাহিনী প্রসঙ্গে বলেন, “রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে সেনাবাহিনীর কাজ , রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করা তাদের কাজ নয়। ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছেন, উচিত ছিল তাদের নাম প্রকাশ করা । এতে করে অবসান হতো জল্পনা-কল্পনার এবং ক্ষুণ্ন হতো না প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ।”
তিনি সেখানে আরও বলেন, অতীতে কারোর জন্য ১/১১-এর মতো ঘটনা সুফল বয়ে আনেনি। তাই সেনাবাহিনীর অতীত কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে গুমের সঙ্গে যারা যুক্ত আছে, প্রতিষ্ঠানটির ওপর জনগণের আস্থা আরও দৃঢ় হবে তাদের বিচারের আওতায় আনলে ।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এনসিপির কোনো সম্পর্ক নেই বর্তমানে আলোচিত দুইজন ছাত্র উপদেষ্টার সাথে । কেউ সরকারে থেকে রাজনৈতিক কাজ করতে বা ঘটাতে পারে না। আমাদের সাথে তাদের জড়িয়ে এক ধরনের রাজনৈতিক হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
নির্বাচন কমিশন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, “আস্থার জায়গায় আনতে হবে এই প্রতিষ্ঠানকে । যদি তা না করা হয়, তাহলে তাদের পদত্যাগ করে এটি ছেড়ে দেয়া উচিত হবে ।” তিনি এই বিষয়ে আরও বলেন, জনআস্থা বৃদ্ধির চেষ্টা করা যেতে পারে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে ।
দলটির সদস্য সচিব আখতার হোসেন এই বিষয়ে বলেন, “ ১/১১-এর মতো পরিস্থিতির আভাস দেখা যাচ্ছে বর্তমানে দেশের রাজনীতিতে। বিচার, এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছেসংস্কার ও নির্বাচনকে ঘিরে। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার লক্ষণও স্পষ্ট হচ্ছে।”
তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই সরকার ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। তিনি স্পষ্ট করে বলেন যে, “অন্তর্বর্তী সরকারের ৫ বছর মেয়াদের যে সব গুঞ্জন চলছে, এনসিপির কোনো সংশ্লিষ্টতা এর সাথে নেই।”
Tasin/DBN