সিরিয়ার রাজধানীতে আবারও হামলা চালালো ইসরায়েল। দামেস্কের একটি অস্ত্রাগার লক্ষ্য করে ৩০ ডিসেম্বর ( রোববার ) বিমান হামলা চালানো হয় । এতে ১১ জন জীবন হারান ।
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে,ইসরাইলি বিমান হামলায় রোববার দামেস্কের উপকণ্ঠে ১১ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিলেন বেসামরিক।
হামলার পর হায়াত তাহরির আল-শাম (HTS) বিপজ্জনক ঘোষণা করেছে অস্ত্রাগার ও আশপাশের এলাকাকে । ধ্বংসস্তূপের মধ্যে অবিস্ফোরিত বোমা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে । তবে ইসরায়েল হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ।
ইসরাইলের দাবি, তাদের লক্ষ্যবস্তু হল ইরান-সমর্থিত গোষ্ঠী, যারা আসাদকে সমর্থন করেছিল।