বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়া সেনাসদস্যদের সম্মাননা জানিয়েছেন । আজ ৩১ জুলাই রোজ বৃহস্পতিবার সেনাসদরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা প্রদান করেন।
সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়, দুর্ঘটনার সময় কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য স্টাফদেরকে বিপদসংকুল পরিবেশ ও অত্যান্ত খারাপ পরিবেশ থেকে উদ্ধার করতে সেনাসদস্যরা যে সাহস, ধৈর্য ও মানবিকতা দেখিয়েছেন, তা সেনাবাহিনীর পেশাগত মান ও নৈতিকতার উৎকৃষ্ট উদাহরণ।
প্রসঙ্গত, সেনাসদস্যরা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং জীবনের ঝুঁকি নিয়ে দুর্গতদের সরিয়ে আনেন নিরাপদ স্থলে ।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এই ধরনের কর্তব্যপরায়ণতা ও মানবিকতা ভবিষ্যতে সেনাবাহিনীর অন্যান্য সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি উদ্ধার কাজে অংশ নেওয়া সকল সেনা সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Tasin/ Digital Khobor