বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে এবং নিজেকে তার লিয়াজোঁ অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোট ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করে দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ ৩১ জুলাই রোজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
সিআইডি এই বিষয়ে জানায়, এসব ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা জব্দ করা হয়েছে অস্থায়ীভাবে । অভিযুক্ত মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা হিসাব বিশ্লেষণে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
সিআইডি আরও জানায়, এসব লেনদেনের সঙ্গে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের স্থাবর সম্পত্তি ও অন্যান্য আর্থিক কার্যক্রম পর্যালোচনা চলছে।
এছাড়া, প্রতারণার শিকারদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিআইডি।
Tasin/Digital Khobor