আগামী পাঁচ-ছয় দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ ৩১ জুলাই রোজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, “আমরা কোন পথে যাচ্ছি তা আগামী পাঁচ-ছয়দিনেই বোঝা যাবে । তবে যাই হোক না কেন, নির্বাচনে দেরি হবে না।”
প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড.ইউনুস অত্যন্ত দৃঢ় অবস্থানে আছেন এবং জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এই সরকার দেশের ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায়। সেখান থেকে দেখলে অন্তর্বর্তী সরকার ভাল কাজ দেখাতে পেরেছে বলা যায়।
তিনি চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, সরকার চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছে। সঠিক প্রমাণ পেলে যেকোনো ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি রাজনৈতিক দলগুলোর অর্থায়নে স্বচ্ছতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং প্রক্রিয়া এখনও অস্বচ্ছ, যা অত্যন্ত দুঃখজনক বলে জানান তিনি।
Tasin/Digital Khobor