সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিজিএমইএ আগামীকাল দেশের সব পোশাক কারখানার সাধারণ ছুটি ঘোষণা করেছে।
আজ ৩০ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে সদস্যভুক্ত সকল কারখানার জন্য এই নির্দেশনা জারি করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সরকার ইতোমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা পোষণ করেই দেশের পোশাক শিল্প খাতেও কালকের জন্য সাধারণ ছুটি কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।
বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ এক কিংবদন্তি নেতাকে হারাল। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের বর্তমান শোকাবহ পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সব কারখানার মালিকদের বুধবার উৎপাদন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সদস্যভুক্ত কয়েক হাজার পোশাক কারখানায় কাল কোনো কাজ চলবে না।
সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন প্রক্রিয়ায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের সম্ভাবনা থাকার কারণে এবং রাষ্ট্রীয় ছুটির গুরুত্ব বিবেচনা করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । আগামী ১ জানুয়ারি থেকে পুনরায় স্বাভাবিকভাবে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

