আজ আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিচার বিভাগ সংক্রান্ত বক্তব্যে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার সুর প্রতিধ্বনিত হচ্ছে বলে অভিযগো করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ।
গতকাল ২৯ অক্টোবর বুধবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে এই গুরুতর অভিযোগ করেন ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি দেশের তিনটি মূল স্তম্ভের মধ্যে বিচার বিভাগ অন্যতম। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা প্রকাশ্যে না দিয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে ‘বিশেষ সুবিধা সম্বলিত যোগাযোগ’ (প্রিভিলেজড কমিউনিকেশন) হিসেবে পৌঁছানো উচিত ছিল।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, জনসম্মুখে এমন স্পর্শকাতর বিষয় প্রকাশ করার পেছনে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যও থাকতে পারে। তিনি আরও উল্লেখ করেন, ন্যায়বিচার প্রদানকারী বিচার বিভাগকে নিয়ে তির্যক মন্তব্য করাটা মোটেই সমীচীন হয়নি।
কামাল আরও উল্লেখ করেন, যখন বিচার বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পৃথক সচিবালয়ের জন্য চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময় আইন উপদেষ্টার এমন ধরনের মন্তব্য নির্বাহী বিভাগ জুডিশিয়ারিকে আদৌ স্বাধীন করতে চায় কি না, সে বিষয়ে সন্দেহ ও শঙ্কা সৃষ্টি করেছে আইনজীবীদের মধ্যে ।
কায়সার কামাল আরও জোর দিয়ে বলেন, আসিফ নজরুলের বক্তব্যে বিচার বিভাগ সম্পর্কে ফ্যাসিস্ট সরকারগুলো যে ভাষায় কথা বলত, সেই সুরই শোনা যাচ্ছে, যা হচ্ছ্বে অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
আইনজীবীরা অনুরোধ করছেন, আইন উপদেষ্টা হিসেবে তিনি তার গুরুত্বপূর্ণ অবস্থান থেকে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে কথা বলবেন এবং জুডিশিয়ারি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার আগে প্রধান বিচারপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন।

