প্রাথমিক পর্যায়ে সংবিধান ও শাসনব্যবস্থা সংস্কার বিষয়ে যেসব বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, আজ (৩০ জুলাই) বুধবারের মধ্যেই সেই বিষয়গুলোর তালিকা সব দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. আলী রীয়াজ।
তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদেরকে এই বিষয়ে জানান, “নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে সবগুলো রাজনৈতিক দল । আগামীকালের মধ্যে এই সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হবে।”
তিনি আরও জানান, যেসব বিষয় নিয়ে দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয়েছে, সেগুলোকে লিখিতভাবে পাঠানোর উদ্দেশ্য হলো, সব দল যাতে একসাথে পরবর্তী ধাপে যেতে পারে এবং তাদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে।
আজকের এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় নিয়ে গভীর আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির দায়িত্ব ও ক্ষমতার পরিধি পুনর্বিন্যাস, সংসদে নারী প্রতিনিধিত্ব কীভাবে আরও কার্যকর করা যায়, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির সংস্কার, উচ্চকক্ষ (সেনেট) গঠন ও এর সদস্য নির্বাচনের পদ্ধতি নির্ধারণ। এছাড়া সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল (অম্বুডসম্যান) নিয়োগের আইনি কাঠামো নিয়েও আলোচনা হবে আজকের এই বৈঠকে।
ড. রীয়াজ বলেন, “আমরা চাই যে, একটি অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠুক, যেখানে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভা পরস্পরের প্রতি জবাবদিহি থাকবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেক বেশি শক্তিশালী হবে।”
Tasin/DBN