অন্তর্বর্তী সরকারের এখন নিজেদের ‘এক্সিট স্ট্র্যাটেজি’ বা বের হওয়ার কৌশল নিয়ে চিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ ৩০ জুলাই রোজ বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত “ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ” শীর্ষক এক সেমিনারে বক্তব্যকালে তিনি বলেন, “সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এর ঠিক ততোটুকুই করা উচিত, যতটুকু না করলেই নয় ।” তিনি সেখানে আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তার বৈধতা ভবিষ্যৎ নির্বাচিত সরকার দেবে কি না, সেটাও এখন গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার।
ড. দেবপ্রিয়ের বক্তব্যে আভাস পাওয়া যায়, বর্তমান সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করে দীর্ঘস্থায়ী থাকার কৌশল নিচ্ছে কিনা, তা নিয়েও জনমনে প্রশ্ন আছে। তিনি বলেন, “কোনো সরকার চিরস্থায়ী নয়, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকতে হবে।”
এ অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল আরও বক্তব্য দেন, “সরকার সংস্কারের নামে প্রকৃতপক্ষে সময়ক্ষেপণ করছে এবং এর মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।” তিনি মনে করেন, নির্বাচন আগামী অক্টোবরেই হওয়া উচিত এবং সেটিই সময়োপযোগী সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় অনেকে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতির কথা বললেও বাস্তব পরিস্থিতিতে এখন সেই পদ্ধতির প্রয়োগ সময়সাপেক্ষ এবং এটি প্রাসঙ্গিক নয় বলে জানান তিনি।”
Tasin/ Digital Khobor