আগামী ৫ আগস্ট এক বছর পূর্ণ হচ্ছে শেখ হাসিনার পালিয়ে ভারতে যাওয়ার । এই এক বছরে আওয়ামী লীগ ভার্চুয়াল প্ল্যাটফর্ম টেলিগ্রামে রাজনৈতিক কর্মকাণ্ড চালালেও তারা পড়েছে একাধিক সংকটে ।
ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’–এর প্রতিবেদন থেকে জানা যায়, দলটির টেলিগ্রাম গ্রুপগুলোতে বেড়ে গিয়েছে চাঁদাবাজি, অভ্যন্তরীণ বিভক্তি ও গোয়েন্দার অনুপ্রবেশ। অনেক গ্রুপে অনুষ্ঠান বা বৈঠকে অংশ নেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে, এমনকি শেখ হাসিনার উপস্থিতিতেও কে কথা বলবে তা নিয়েও লেনদেন হয় অর্থ ।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক গ্রুপ পরিচালনার মাধ্যমে অভিযোগ উঠেছে এইসব আর্থিক প্রতারণার । তিনি ‘ঢাকা ঘেরাও’ ডাক দিলেও অভাব রয়েছে স্পষ্ট কর্মপরিকল্পনার । টেলিগ্রাম এর অন্তর্ভুক্ত এই দলের অভ্যন্তরে ‘প্রো-ইউনুস’ ঘরানার ও গোয়েন্দা সদস্যদের অনুপ্রবেশে নেতাকর্মী গ্রেফতারেরও ঘটনাও ঘটেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ‘রাস্তায় নামুন, না হয় পদত্যাগ করুন।’ তিনি চাচ্ছেন মাঠনির্ভর নেতৃত্ব। দলের পক্ষ থেকে এখন VPN ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে ‘প্রতিরোধ কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ অবস্থাতেই ছাত্রলীগ মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই বিষয়ে টেলিগ্রামে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, এক বছর হয়ে গেল। জনগণের পক্ষে এখন লড়তে চায় আওয়ামী লীগ। সেজন্যই প্রতিটি জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যৌথভাবে বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে গঠিত হবে।
Tasin/Digital Khobor