আজ ৩০ এপ্রিল রোজ বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কিছু সমর্থক ব্যবসায়ীর মিল-কারখানা সরকারের ভুল নীতির কারণে বন্ধ করে দিয়ে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি।
রিজভী আরও বলেন, প্রশাসক নিয়োগ করে হলেও প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা দরকার ছিল। এখান থেকে অনেক শ্রমিক ছাঁটাই হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানগুলো দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার নাম করে বন্ধ করা একদমই ঠিক হয়নি।
আগামীকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর বেলা বিএনপি রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে । এর প্রস্তুতি সর্ম্পকে জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী ।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দাবি করেন, শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন। এছাড়া, ৩০ জন রিকশাশ্রমিকসহ আরও অনেক শ্রমজীবী প্রাণ হারানোর কথাও তিনি উল্লেখ করেন ।
যুগ্ম মহাসচিব বলেন, আয় কমছে শ্রমজীবী মানুষের, তাদের জীবন নিত্যপণ্যের উর্দ্ধগতিতে ওষ্ঠাগত।