আজ দীর্ঘ প্রায় দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ ২৯ ডিসেম্বর রোজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কার্যালয়ের সামনে পৌঁছায় তার গাড়ি বহরটি। এ সময় দলের নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান তারেক রহমানকে।
এর আগে, আজ সোমবার দুপুরে তিনি গুলশানের বাসা থেকে বের হন। তার আগে, দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। এ সময় বিএনপির সিনিয়র নেতারা সীমিত পরিসরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
এ ছাড়া কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, তারেক রহমান প্রায় দেড় যুগ পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গমন উপলক্ষে কার্যালয় সংলগ্ন আশপাশের এলাকাজুড়ে টাঙানো হয়েছে বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ।

