চট্টগ্রামে গ্রামীণ হেলথটেকের পৃষ্ঠপোষকতায় এবার অনুষ্ঠিত হলো ‘সুখী স্বাস্থ্য মেলা-২০২৫’। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান মেলার উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ সিপিএ কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চবক-এর বিদ্যমান স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অত্যাধুনিক স্বাস্থ্যসেবা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যানআশরাফুল হাসান বলেন, গ্রামীণ হেলথ টেকের লক্ষ্য আমাদের গ্রুপের মূল দর্শনকেই প্রতিফলিত করে চলেছে। প্রযুক্তির মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি।
মেলায় সদস্য প্রকৌশল কমডোর কাওছার রশিদ, অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদার, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্দার আকতার হামিদসহ চট্টগ্রাম বন্দরের ও গ্রামীণ হেলথ টেক-এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি সমঝোতা স্মারক , এর আওতায় সিপিএ-এর প্রায় ৫০০০ কর্মী সুখীর পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য সেবা পাবেন । সুখী সিপিএ প্যাকেজ-এর আওতায় সদস্য ও তাদের পরিবারের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আনলিমিটেড ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেশন এবং বিশেষ ছাড়ে অন্যান্য সেবা দিচ্ছেন ।

