নিজস্ব প্রতিবেদক:
খুলনার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদসহ ১৮ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন এক নারী।
রোববার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দিলে বিচারক আবদুস ছালাম খান সোনাডাঙ্গা থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলায় গাজী এজাজের বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ আনা হয়েছে।
এর আগে গাজী এজাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন ওই নারী। তবে ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে মামলাটি খারিজ হয়ে যায়। এজাহারে ওই নারী উল্লেখ করেন, গাজী এজাজ দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। গত ২৭ জানুয়ারি রাতে চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেলে হাসপাতালের ওসিসির সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে রাতেই সোনাডাঙ্গা থানায় হাজির করে ‘অপহরণ করা হয়নি’ বলে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।
থানা থেকে নিয়ে তাঁকে ডুমুরিয়ার একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে ডুমুরিয়া থানা পুলিশ উদ্ধার করে তাঁকে ইলেকট্রিক শক দিয়ে ‘ধর্ষণ করা হয়নি’ বলে মিথ্যা জবানবন্দি আদায় করে।
মামলার অন্য আসামিরা হলেন ইউপি চেয়ারম্যান গাজী তহিদ, গাজী আবদুল হক, আল আমিন গাজী, আক্তারুল আলম সুমন, সাদ্দাম গাজী, ইমরান হোসাইন, হেদায়েত মোড়ল, রবিউল ইসলাম, আরজিন, স্বাধীন, সোহেল মোল্লা, পিয়াস, শিউলী বেগম, সবুরন নেছা, ইব্রাহিম গাজী ও আনোয়ার পারভেজ শাওন।