দেশের রাজনৈতিক সংস্কার সম্পন্ন করা ও জাতীয় ঐকমত্যের লক্ষ্যে গঠিত “ঐকমত্য কমিশন” তাদের সংলাপ কার্যক্রমের দ্বিতীয় ধাপের শেষ পর্যায়ে পৌঁছেছে। এ পর্যায়ে আজ ২৯ জুলাই রোজ মঙ্গলবার সংলাপের ধারাবাহিকতায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদের খসড়া আজ বা আগামীকালের মধ্যে অর্থাৎ ৩০ জুলাইয়ের মধ্যে পাঠানো হবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে ।
তিনি আরও বলেন, “আমরা চাই দ্বিতীয় ধাপের সংলাপ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করে ফেলতে। এরপর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যেই ঐকমত্য সৃষ্টি হয়েছে, সেগুলো চূড়ান্ত করা হবে এবং তা জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই ঐকমত্যের বিষয়গুলো একত্র করে বৃহস্পতিবারের (১ আগস্ট) মধ্যে ‘জুলাই সনদ’ যথাযথভাবে রূপায়িত করতে পারব।”
অংশগ্রহণকারী দলগুলোর মতামতই হবে এই সনদের চূড়ান্ত রূপের ভিত্তি বলে জানান তিনি।
অধ্যাপক আলী রীয়াজ আরও উল্লেখ করেন, সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানোর পর তাদের প্রতিক্রিয়া ও প্রস্তাবনা পাওয়ার জন্য আগামীকাল পর্যন্ত সময় রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত রূপ দেওয়া হবে এই ঐতিহাসিক সনদকে।
তিনি বলেন, “এই সনদ শুধু একটি কাগজ নয়, এটি রাজনৈতিক সংস্কার ও সমঝোতার প্রতীক। আমরা চাই সব পক্ষ এই প্রক্রিয়াকে সম্মান করুক এবং গঠনমূলক মতামত দিক যাতে জাতীয় সংকট থেকে উত্তরণের একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা যায়।”
Tasin/ Dgital Khobor