২৮ জুলাই ২০২৫:
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিএনপির মতবিরোধ দেখা দেয় । বিএনপি শুরুতেই ওয়াকআউট করলেও কিছু সময় পর দলটি আবার যোগ দেয় এই বৈঠকে ।
আজ ২৮ জুলাই রোজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের ২০তম দিনের সংলাপ অনুষ্ঠিত হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে । আজ সকাল সাড়ে ১১টার পর আলোচনার সূচনা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ । সেখানে আলোচ্য বিষয় ছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পালের নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করা হবে কি না সেই প্রসঙ্গ।
এই পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান, এ বিষয়ে তারা আলোচনায় অংশ নেবে না। বিএনপির প্রতিনিধি দল এরপরই সভা ত্যাগ করে।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিএনপির ওয়াকআউটের প্রতিক্রিয়ায় বলেন, “এই আলোচনায় আলোচনায় একটি বড় দল না থাকলে জাতীয় ঐকমত্য সম্ভব নয়। আলোচনা এগিয়ে নেওয়াও কঠিন।”
অধ্যাপক আলী রীয়াজ এর জবাবে বলেন, “বিএনপি আগেই জানিয়েছিল যে তারা এই চারটি প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত আলোচনায় থাকবে না। তবে আলোচ্য সূচি পরিবর্তন করা সম্ভব নয় শুধুমাত্র একটি দলের জন্য । যদিও সবাই যদি মনে করে বড় দল ছাড়া আলোচনা ফলপ্রসূ নয়, তবে কমিশন তা বিবেচনা করবে।”
বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় ফিরে আসে, তবে সংশ্লিষ্ট ইস্যুতে সক্রিয় অংশগ্রহণ না করার অবস্থানেই থাকে বলে জানা যায়।