চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্যের মতো বিভিন্ন রকম অপরাধমুলক কাজে ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করলে সরাসরি পুলিশে ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি গতকাল ২৭ জুলাই রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সারাদেশের সব কমিটি। কেউ যদি নিজেকে সমন্বয়ক দাবি করে তদবির বা মামলা বাণিজ্যের চেষ্টা করে, চাঁদাবাজি করে, তাহলে আপনারা সরাসরি পুলিশে ধরিয়ে দিন।”
এর আগে সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “কেউ স্থগিত কমিটিগুলোর নামে অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
১৭ জুলাইয়ের একটি বিতর্কিত ঘটনার পরপরই এই ঘোষণাগুলো আসে । ওইদিন সকালে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে চাঁদা দাবি করেন ৫০ লাখ টাকা। তারা সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন। তারা প্রথম দফায় ১০ লাখ টাকা নেন, আর ২৬ জুলাই রাতে বাকি টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন গুলশান থানা পুলিশের হাতে ।
দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে এ ঘটনার ফলে । পরে তিনজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং রোববার সকালে ছয়জনকে আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কীভাবে পরিচালিত হবে, তা শিগগিরই জানানো হবে
Tasin/DBN