শাকিব খানের সাথে প্রথম ঈদ এর অভিজ্ঞতা ভালো ছিল না অপু বিশ্বাসের। এ নিয়ে এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন,শাকিব খানের সাথে বিয়ের পর ঈদের দিন শশুর বাড়িতে প্রথম খিচুড়ি রান্না করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিলেন অপু কারণ তাদের হিন্দু বাড়িতে খিচুড়ি রান্না হয় অন্য পদ্ধতিতে। শেষে বিকাল অব্দি খিচুড়ি না পেয়ে বসে ছিলেন শাকিব খান,আর সারা বিকাল কেঁদেছিলেন অপু বিশ্বাস।
তাসীন/ ডিজিটাল খবর