সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার এক অভিজ্ঞতা শেয়ার করে ঢালিউড কুইন অপু বিশ্বাস জানান, এস এস সি পরীক্ষার আগে এক ফিসিক্স পরীক্ষায় ফেইল করেছিলেন তিনি।কারণ হিসেবে অপু জানান মাকে নিয়ে ভারতে চিকিৎসা করাতে গেছিলেন তিনি,তাই এক বান্ধবীর কাছে ভারত থেকে ফিরে সিলেবাস জানতে চাইলে সেই বান্ধবী তাকে ভুল সিলেবাস দিয়ে দিয়ে।
তাসিন/ ডিজিটাল খবর