আজ ২৭ জুলাই রোজ রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে “পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি“ আয়োজিত এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সংকটের সমাধান সম্ভব একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়া সাজানোর মাধ্যমেই , এবং এটি সাজানোর জন্য জাতীয় ঐক্যের কোনও বিকল্প নেই। দেশের সকল মানুষের মধ্যে ঐক্য থাকলে বাংলাদেশ আবারও নতুন ইতিহাস গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারের মূল প্রসঙ্গে ফিরে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা উল্লেখ করে ফখরুল বলেন, দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ এখন সময়ের দাবি।
বর্তমানে দক্ষিণাঞ্চলের অনেক অংশবাসযোগ্যতা হারাচ্ছে, যা দেশের একটি বড় দুর্বলতা হিসেবে দেখা যাচ্ছে। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বহু আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। এখন সেটি বাস্তবায়নের সময় এসেছে।”
ট্রানজিশন পিরিয়ড ও নতুন সুযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন,
“আমরা সবাই এখন একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি। তবে এক্ষেত্রে একটা সুযোগ তৈরি হয়েছে যে, এর ফলে আমাদের মধ্যে তৈরি হয়েছে জাতীয় ঐক্য ।“
তিনি মনে করেন, এই ঐক্যকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে সংকট নিরসন সম্ভব।
তিনি আরও বলেন,
“জনগণের উপর সবকিছু নির্ভর করবে । ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে– ১৯৭১ সালে তা প্রমাণিত হয়েছে, ২০২৪-এও তা আবার প্রমাণিত হয়েছে বলে তিনি জানান ।
রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা উল্লেখ করে বিএনপি এই মহাসচিব জানান, দলটি এখন শুধু একটি রাজনৈতিক নয়, সচেতনভাবে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন নিয়েও এগোচ্ছে।
তিনি বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা বিএনপি আগেই উপলব্ধি করেছে।
এরই প্রমাণ তারেক রহমানের দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাব । তিনি বলেন, “রাজনৈতিক কমিটমেন্ট থাকা দরকার। তবে সেই কমিটমেন্ট শুধু দলের মধ্যে নয়, জনগণের মধ্যেও দাবির সৃষ্টি হতে হবে।“
Tasin/DBN