আরও এক ধাপ এগিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মিলিতভাবে জাতীয় ঐকমত্য তৈরির প্রক্রিয়া । রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত মোট ১০টি বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছে পূর্ণাঙ্গ ঐকমত্য । এর পাশাপাশি এখনো পর্যন্ত চলমান রয়েছে ৭টি বিষয়ে আলোচনা , এবং বাকি ৩টি বিষয়ের আলোচনা এখন পর্যন্ত শুরু হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
আজ ২৭ জুলাই রোজ রোববার রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় দফার তিনি ১৮তম দিনের সংলাপের শুরুতে এসব কথা জানান। ড. রীয়াজ সংলাপে আরও জানান, “জুলাই সনদের প্রাথমিক খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আগামীকালের মধ্যে তা অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হবে ।“
তিনি আরও বলেন, কমিশন ও সংশ্লিষ্ট অংশীদাররা চলতি মাসের মধ্যেই সকল বিষয়ে আলোচনা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে এখনো কাজ করছে। চার কমিশনের (নির্বাচন, গণতন্ত্র, নিরাপত্তা ও নাগরিক অধিকার কমিশন) এগিয়ে যাচ্ছে তত্ত্বাবধানে আলোচনা ।
সকাল ১১টার পর শুরু হওয়া আজকের এই বৈঠকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ এই বৈঠকটিতে তিনটি মৌলিক বিষয়ে আলোচনা উঠে এসেছে: এগুলো হলওঃ রাষ্ট্র পরিচালনার মূলনীতি; এখানে শাসনব্যবস্থার কাঠামো, আইনের শাসন, ক্ষমতার ভারসাম্য, ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে।
নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণঃ মতপ্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা অধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
পুলিশ বাহিনীর দায়বদ্ধতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে স্বাধীন পুলিশ কমিশন গঠনঃ এ বিষয়ে একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ ‘স্বাধীন পুলিশ কমিশন‘ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মাধ্যমে পরিকল্পনা রয়েছে পুলিশ বাহিনীর জবাবদিহিতা ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত কার্যক্রম নিশ্চিত করার।
আজকের এই সংলাপে অংশ নিয়েছে এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি) , জামায়াতে ইসলামী সহ প্রায় সব রাজনৈতিক দল । বিভিন্ন দলের প্রতিনিধিরা ইতোমধ্যে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন ও প্রস্তাবনা জমা দিচ্ছেন।
তবে এই সংলাপে বিএনপির পক্ষ থেকে এখনো কোনও প্রতিনিধি সেখানে যোগ দেয়নি।একাধিকবার কমিশনের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হলেও তারা জানান, অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সংলাপে যোগ দেবে না ।
ড. আলী রীয়াজ সেখানে জানিয়েছেন যে, একটি চূড়ান্ত খসড়া আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ করার লক্ষ্য রয়েছে। এ খসড়ায় সুপারিশ থাকবে জাতীয় ঐকমত্য সনদের মূল রূপরেখা, রাজনৈতিক সংস্কারের নীতিমালা এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে ।
Tasin/DBN