২৬ মে ২০২৫:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আজ সোমবার দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলায় এনসিপির পক্ষ থেকে আয়োজিত এক পথসভায় বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অন্ধভক্তির রাজনীতি ত্যাগ করতে হবে। জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, “ভোট দিন বিবেক দিয়ে, প্রতীক নয়—ভোট দিন ভালো মানুষ দেখে ।”
এই পথসভাজেলা জুড়ে চলমান এনসিপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির এক অংশ ছিল ।
সারজিস আলম সেখানে বলেন, “আমরা এখন চাই মানুষ এখন থেকে আর দল দেখে নয়, দলকে ভোট দিক মনুষ্যত্ব ও চরিত্র দেখে । জনগণের প্রতি দায়বদ্ধতা যার মধ্যে থাকবে, জনগণের প্রতিনিধি সে-ই হবে । সেই ব্যক্তি কোনো দলের হোক বা নাই হোক, দলের মার্কা থাকুক বা না থাকুক, সে যদি একজন ভালো মানুষ হয়, তাহলে মানুষের জন্য সে কাজ করে যাবে।”
নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি প্রসঙ্গে সারজিস আলম ক্ষোভ প্রকাশ করে এর ব্যাপারে বলেন, “একসময় জেলা পর্যায়ে চাঁদাবাজি ছিল , এখন তা উপজেলা পর্যন্ত নেমে এসেছে । ট্রাক, অটো, এমনকি পিকআপ থেকেও নিয়মিত টাকা তোলা হচ্ছে । যেই এই কাজগুলো করুক না কেন, আমাদের রুখে দাঁড়াতেই হবে তার বিরুদ্ধে । এখানে কোনো স্থান নেই দলীয় পরিচয়ের । প্রতিহত করতে হবে জনগণের টাকা লুটে নেওয়ার এই অপসংস্কৃতি টাকে।”
সারজিস আলম আরও জানান, অল্প কিছু লোক নিয়ে এই চাঁদাবাজির চক্রটি গঠিত হয়েছে, যারা সাধারণ মানুষকে ক্ষমতার আড়ালে থেকে জিম্মি করে রেখেছে। তিনি এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সংগঠিত হওয়ার জন্য আহ্বান জানান।
বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেন, “সরাসরি কোনো নির্দিষ্ট দলের নয় এই সরকার । এটি হচ্ছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার, এটি গঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ।” তিনি তার বক্তব্বে আরও জানান, “এ সরকারকে ক্ষমতা ছাড়ার চিন্তা করা কখনোই উচিত নয় শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “তড়িঘড়ি করে আয়োজন করার জিনিস নয় নির্বাচন। বরং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আয়োজন করার জন্য প্রয়োজনীয় বিচার প্রক্রিয়া ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করে তারপর আয়োজন করতে হবে নির্বাচন। গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন করা নয়, বরং প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন হচ্ছে নির্বাচনের গুণগত মান ।”
বিগত নির্বাচনে মনোনয়ন বিষয়ে সারজিস আলম জানান, “আমরা দেখেছি—অনেক এমপি মনোনয়ন কিনেছে টাকা দিয়ে । তারপর জনগণের কথা তারা না ভেবে ব্যস্ত থেকেছে কেবল দলের উচ্চপর্যায়ের নেতাদেরকে খুশি রাখতে । কিছু টাকা দিয়ে নির্বাচনের সময় সাধারণ ভোটারদেরকে প্রভাবিত করা হতো, আর তারা সেই জনগণের পকেট থেকেই নির্বাচনের পরে টাকা নিয়ে গেছে সেবা ও সুবিধার নাম করে।”
জনগণকে আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, এসব প্রতারকদের আর কখনো সুযোগ না দিয়ে, আগামী নির্বাচনে বিবেকবান ও দায়িত্বশীল মানুষকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সমাজের ন্যায়ের পথে এগিয়ে যেতে হবে।
সারজিস আলম পথসভা শেষে বৃষ্টিতে ভিজে গণসংযোগে অংশ নেন ডোমার উপজেলা শহরের বিভিন্ন এলাকায় । তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে , তিনি সাধারণ জনগণকে লিফলেট বিতরণ করেন এবং তুলে ধরেন এনসিপির লক্ষ্য ও আদর্শ ।
তার সঙ্গে এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক নেতা আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ, নারী নেত্রী সাদিয়া ফারজানা দিনা, ।
Tasin/DBN