আসছে ঈদুল ফিতরে সুপার স্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনী শেষে সিনেমায় থাকা ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। সিনেমায় কিছু কাটিং করতে হবে যা সংশোধন করে জমা দিলে মঙ্গলবার সেন্সরে কাটিং দেখে বুধবারের মধ্যেই সার্টিফিকেট প্রদান করা হবে।
সেন্সরে বরবাদ সিনেমার দৃশ্য কাটিং এর বিষয়ে বিরক্তি প্রকাশ করে ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমরা সব নিয়ম মেনেই সিনেমা বানিয়েছি। ‘বরবাদে’ এ্যাকশন ও ভায়োলেন্স সিনেমা সে জন্য ভায়োলেন্স থাকবেই। তাই বলে ১০ মিনিট কেটে দেয়া হবে এটা কেমন কথা! এভাবে যদি সিনেমা কাট করা হয় তাহলে উন্নত মানের সিনেমা এদেশে বানানো কখনোই সম্ভব নয়।
Tasin/ DBN