Bongo- তে এই ঈদে মুক্তি পাচ্ছে জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমির বহুল প্রতীক্ষিত ওয়েবফিল্ম “হাউ সুইট”। এক ঝাঁক তারার মেলা নিয়ে আসা এই ওয়েবফিল্মটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে রয়েছে। কমেডির জন্য দর্শকনন্দিত অমি এবার কাজ করছেন রোম্যান্স নিয়ে। সবার প্রিয় রোম্যান্স কিং জিয়াউল ফারুক অপূর্ব ও লাবণ্যময়ী তাসনিয়া ফারিনের জুটিকে এক ফ্রেমে বন্দি করেছেন ভালোবাসার মিষ্টি এক গল্পতে, যা দর্শকদের দেবে অনন্য এক অভিজ্ঞতা। এছাড়াও কমেডির জন্য বিখ্যাত দুই তারকা সাইদুর রহমান পাভেল ও এরফান মৃধা শিবলুর দেখা মিলবে এই ওয়েবফিল্মে। মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে। বাংলাদেশের দর্শকদের কাছে কাজল আরেফিন অমি এখন অত্যন্ত জনপ্রিয় এক নাম। ভিন্নধর্মী গল্প দিয়ে ওয়েবফিল্ম বানিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন ঘরানার এক গল্প নিয়ে ওয়েবফিল্মটি বানিয়েছেন তিনি। হাউ সুইটের গল্প আবর্তিত হয় শখের ফটোগ্রাফার আদনানকে ঘিরে, সুইটি নামের এক পালিয়ে আসা কনের সাথে দেখা হওয়ার পর যার জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। সুইটির কারণে দুর্ঘটনাবশত আদনানের শখের ক্যামেরাটি নদীতে পড়ে যায়, আর এই দুর্ঘটনা থেকেই শুরু হয় দারুণ কিছুর। ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে, আর শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। কমেডি আর দুর্দান্ত অ্যাডভেঞ্চারের মাঝেই ধীরে ধীরে দেখা দেয় এক অন্যরকম অনুভূতি, যা একইসাথে দর্শকদের হাসাবে, এবং তাদের হৃদয়ও ছুঁয়ে যাবে। গত ২১ মার্চ মুক্তি পেয়েছে ওয়েবফিল্মটির গান “মায়া মায়া লাগে”। মুক্তির প্রায় সাথে সাথেই দর্শকদের মন জয় করে নিয়েছে গানটি। ইউটিউব, টিকটক, ফেসবুকে এখনও রাজত্ব করছে গানটি। দীর্ঘ ১৫ বছর পর বালাম ও ন্যান্সির একসাথে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আর পর্দায় দ্যুতি ছড়িয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন। এরই মধ্যে অসংখ্য টিকটকার গানটির সাথে নিজেদের ভিডিও বানাচ্ছেন। ওয়েবফিল্মটিকে ঘিরে সবার আগ্রহ এখনও তুঙ্গে, মার্চ মাস জুড়ে চলছে প্রচারণা। এছাড়া ২৫ মার্চ যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে অনুষ্ঠিত হয়েছে ব্ল্যাক মানির প্রিমিয়ার শো। দর্শকদের মধ্যে ৫০ জন সৌভাগ্যবান পেয়েছেন “হাউ সুইট”এর পুরো টিমের সাথে একসাথে প্রিমিয়ার শো দেখার সুযোগ। তাদের সাথে কথা বলার পর প্রিমিয়ার শো এর দারুণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। প্রিমিয়ারে আসা একজন দর্শক বলেন, কাজল আরেফিন অমি মানেই অভাবনীয় কিছু! খুব ভালো লেগেছে”। আরেকজন দর্শক বলেন, “অনেকদিন পর রোম্যান্স ও অ্যাকশান মিলিয়ে একটা দারুন কিছু দেখলাম। এক মুহুর্তও পর্দা থেকে চোখ সরাতে পারিনি।”। সব মিলিয়ে হাউ সুইট নিয়ে সবার মধ্যে দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এটি হতে যাচ্ছে এমন একটি ওয়েবফিল্ম যা কেউই মিস করতে চাইবে না। মাত্র ২৫ টাকায় বঙ্গ তে দেখা যাবে হাউ সুইট। সবার আগে দেখতে হলে এখনি বঙ্গ অ্যাপ থেকে “হাউ সুইট” এর ব্যানারে ক্লিক করুন আর প্রি-বুক করুন।
Mahi Mehedi/ Digital Khobor