রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত রুটে সবসময় জ্যাম লেগেই থাকে। যার ফলে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা।
এই নির্দেশনা মতে, আবুল হোটেল ক্রসিং থেকে শুরু করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত একমুখী চলাচল করবে। এই রুটে সকল যানবাহনসমূহ আবুল হোটেল ক্রসিং হতে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্বদিকে যাবে।
অপরদিকে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং হতে রাইট টার্ন না করে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেইট ক্রসিং হতে রাইট টার্ন করে তারপর রামপুরা ব্রিজের দিকে যাবে।