রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযানে ১৫৯০টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি এই বিষয়ে বলেন, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ও জনস্বার্থ রক্ষায় অভিযান পরিচালনা করছে ডিএমপি। গতকালও (২৪ নভেম্বর) দিনব্যাপী আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন ট্রাফিক বিভাগ মামলা করে মোট ১৫৯০টি।
তিনি আরও জানান, ট্রাফিক-মতিঝিল বিভাগ ২১টি বাস, ৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭১টি মামলা করেছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮৫টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৭টি এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫৭টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪৬টি, ট্রাফিক-রমনা বিভাগে ১১৩টি এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩২টি মামলা হয়েছে। পাশাপাশি অভিযানে ৪০০টি গাড়ি ডাম্পিং ও ১৯৩টি গাড়ি রেকার করা হয়।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আরও জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ডিএমপির অগ্রাধিকার। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। ঢাকা মহানগরের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।

