বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ কাইয়ুম মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নেতাদের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হতো।
আজ ২৫ আগস্ট রোজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন কর্তৃক দুই লাখ ১৫ হাজার আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ প্রদানের দাবিতে আয়োজিত মানববন্ধনে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সেখানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন এম এ কাইয়ুম।
কাইয়ুম সেখানে বলেন, “৫ আগস্টের মূলমন্ত্র ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ করায় জনগণ কখনো সুবিধা পায়নি। বহুদিন ধরেই আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। কিন্তু যারা আওয়ামী লেজুড়বৃত্তি ছিলেন, তারা আবার গ্যাস লাইন পেয়েছে। এমনকি আওয়ামী নেতাদের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে সরকার কোনো বিল পায়নি। কিন্তু যেসব গ্রাহক অর্থনৈতিক সংকটের কারণে বিল দিতে পারতেন না, তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।”
কাইয়ুম আরও বলেন, “আগামীতে যেন কোনো বৈষম্য না থাকে, তার জন্য সজাগ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে সমাজে কোনো অনাচার থাকতে পারবে না।”
বিএনপির এ সদস্য বলেন, “শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধান এমনভাবে তৈরি করেছিল, যা দেশ ও জনগণের বিরুদ্ধে ছিল। এজন্য তারেক রহমান ১১ দফা সংস্কার দিয়েছিল, যার মাধ্যমে সংবিধান একমাত্র মানুষের জন্য হবে।”
তিনি বলেন, “দেশের মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার বিএনপিকেই ভোট দিয়েছে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, তাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। বিএনপি ১৭ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সংগ্রাম ধরে রেখেছিল, সে ত্যাগকে মূল্যায়ন করে দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।” দেশের মাটি ও মানুষের জন্য বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি
মানববন্ধনে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক জিল্লু, সাধারণ সম্পাদক এম এ সামাদ আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
Tasin/Digital khobor