ঈদ মানেই নতুন সিনেমা ও গান। মুক্তি পাওার অপেক্ষায় থাকা ‘জ্বীন ৩’ ছবির গানগুলো প্রকাশ পাচ্ছে একের পর একটি।এরই মধ্যে নুসরাত ফারিয়ার ‘কন্যা’ গানটি মিডিয়াতে ঝড় তুলেছে , যেখানে দর্শকদের মুগ্ধ করেছে তার সঙ্গে অভিনেতা সজলের নাচ । এবার সিনেমার দ্বিতীয় গান ‘ব্যবধান’ প্রকাশ পেল ।
গানটি গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে উন্মোচন করা হয়, যেখানে সজল, নুসরাত ফারিয়া, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, নির্মাতা কামরুজ্জামান রোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।আবদুল আজিজ এ গানটির কথা লিখেছেন , গানটি গেয়েছেন খেয়া এবং এর সুর-সংগীত করেছেন ওয়াহিদ শাহীন।
নুসরাত ফারিয়া এই গানের ব্যাপারে বলেন, “দারুণ সাড়া পেয়েছে কন্যারে গানটি । এটি ছিল উৎসবের গান, আর ব্যবধান রোমান্টিক ঘরানার। আমি বিশ্বাস করি, এটিও ভালো লাগবে দর্শক-শ্রোতাদের ।”
প্রসঙ্গত, ২০২৩ সালের রোজার ঈদে ‘জ্বীন’ সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায়, যা দর্শকের কৌতূহল জাগিয়েছিল। এরপর ‘মোনা: জ্বীন ২’ আসে , যা কামরুজ্জামান রোমান পরিচালনা করেন ।
মাহি মেহেদী/ ডিজিটাল খবর