বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন, জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন। মির্জা আব্বাস আরও বলেছেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কত লোক হবে সেটা ধারণাই করা যাচ্ছে না। সেখানে ধারণার বাইরে লোক হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে এই মন্তব্য করেন মির্জা আব্বাস।
তিনি বলেন, পৃথিবীর সব বড় বড় নেতাদেরই নিরাপত্তা ঝুঁকি বরবারই থাকে, এটি অস্বাভাবিক কিছু না। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব করছি, সরকারের সহায়তা চাওয়া হয়েছে, ওনারা যতটুকু পারবেন করবেন।
নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের দেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে নেতাকর্মী ও সমর্থকদের এই উপস্থিতি বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা তৈরি করেছে ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এরপর পূর্বাচলে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

