তুরস্কে একটি বিস্ফোরক তৈরির কারখানায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন ভয়াবহ বিস্ফোরণের কারণে । এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন চারজন ।
নিহতদের মধ্যে সবাই কারখানার শ্রমিক। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার কারণ জানার জন্য ।দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
কারখানাটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে । বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছে । জানা গেছে,কারখানাটিতে বিস্ফোরক-গোলাবারুদ তৈরি করা হয় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য ।