কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুইজনের মৃত্যু । এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন বেশকয়েকজন ।২৪ ডিসেম্বর (মঙ্গলবার)দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কুতুপালং ক্যাম্পে ।
তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক বলে জানা যায় ।
এর আগে, মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, চারদিকে আগুন বাতাসের কারণে ছড়িয়ে পড়ে। তবে এখনও কিছু জানা যায়নি আগুনের সূত্রপাত সম্পর্কে ।