আগামী ২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা ত্যাগ করবেন । বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২২ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে তিনি ২৯ ডিসেম্বর লন্ডনে যাবেন। চার-পাঁচজন চিকিৎসক যাবেন ম্যাডামের সঙ্গে । প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’
জানা গেছে, নতুন কোনো সমস্যা শারীরিকভাবে উদয় না হলে রোববার ২৯ ডিসেম্বর কোনো এক ফ্লাইটে দিনের বেলায় খালেদা জিয়া ঢাকা ত্যাগ করবেন লন্ডনের উদ্দেশ্যে । এছারাও সফরকারীদের মধ্যে রয়েছেন মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. শাহাবউদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কয়েকজন।এর আগে, অধ্যাপক জাহিদ হোসেন গত ২৯ অক্টোবর জানিয়েছিলেন, ‘খালেদা জিয়াকে প্রথমে উন্নত চিকিৎসার জন্য ‘লন্ডনে নিয়ে যাওয়া হবে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ । সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হবে।’