এবার মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তামিল অভিনেতা থালাপাতি বিজয়। সরকার মাস্টার সহ আরো অনেক সিনেমায় তিনি যেমন বিপ্লবী চরিত্রে মানুষের মন জয় করেছেন, তেমনি এবার বাস্তব জীবনেও ভারতের সরকার প্রধানের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করলেন থালাপাতি বিজয়।
এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণ সিনেমার সুপারস্টার থলাপতি বিজয়। বিজেপিকে ফেসিবাদী আখ্যা দিয়ে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করে ঘোষণাও দিয়েছেন তিনি । আর এই ঘোষণা দিয়েই 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন এই অভিনেতা ।
তামিল সিনেমার সুপার সুপারস্টার থানাপতি বিজয় পর্দায় তার বিপ্লবী ভাবমূর্তি বহুবার দর্শকদের মুগ্ধ করেছে। তবে এবার বাস্তবে রাজনীতিতেও গর্জে উঠলেন তিনি। মাদুরাইের পারিভাতিতে অনুষ্ঠিত তার দল তামিলাগা বেট্রিক গাজাগামের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় ঘোষণা দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কোন জোটে যাবেন না। তিনি একাই লড়বেন।
সভাপতি বিজয় তার বক্তব্যে বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক শত্রু হলো ডিএমকে ।আমরা কাউকে ভয় পাই না, আমরা কারো আন্ডারগ্রাউন্ড ব্যবসার সঙ্গে যুক্তও নই। ফেসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এছাড়া তিনি আরো বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। শিয়াল যতই থাকুক জঙ্গলের রাজা একজনই সিংহ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় এবার নিজ দলকে তামিলনাডুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে দাঁড় করানোর চেষ্টায় আছেন। রাজ্যের শাসকদল ডিএমকে এবং প্রধান বিরোধী দল এআই এডিএমকে এর মত দুই ঐতিহ্যবাহী শক্তির বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চান তিনি। 2023 সালে টিভিকে গঠন করে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক ঘটে বিজয়ের। তবে 2026 সালের তামিলনাডু বিধানসভা নির্বাচন হবে তার প্রথম রাজনৈতিক লড়াই। থালাপতি বিজয়ের এই রাজনৈতিক ঘোষণায় রীতিমত তোলপার শুরু হয়েছে ভারতের
রাজনৈতিক অঙ্গনে।