রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়াকে (১৫) এক মাস টানা চিকিৎসাধীন থাকার পরও আর বাঁচানো সম্ভব হলো না।
গতকাল ২৩ আগস্ট শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তাসনিয়ার।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার তাসনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সুলতান মাহমুদ জানান, “বিস্ফোরণে তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসা চলছিল তার। সেখানেই সকালে সে মারা গেছে।“
মারা যাওয়া তাসনিয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারর বাবা মো. নাজমুল হোসেন জানান, তাসনিয়া মাইলস্টোন স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত ।
বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত কিছুটা সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১৪ জন।
প্রসঙ্গত, ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ আরও অনেকে নিহত হন । এ পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এছাড়া দগ্ধ অবস্থায় অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
Tasin/Digital Khobor