ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি সোমবার ২৪ মার্চ তার মায়ের প্রথম প্রয়াণ বার্ষিকীতে ফেইসবুকে একটি আবেগঘন দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন,“ মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫টা দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা।’চিত্রনায়িকা আরও লেখেন,বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি, কাঁদলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে।”
Tasin/ DBN