বিয়ের আগে অনন্ত জলিলের সাথে প্রেম করতে গিয়ে অনেক পাগলামি করেছেন চিত্রনায়িকা বর্ষা।সেই দিনে স্মৃতিচারণ করে বর্ষা এক সাক্ষাৎকারে বলেন, একবার অনন্ত আমার ফোন উঠানো বন্ধ করে দিয়েছিল,তখন আমার এক খাটো বান্ধবীকে নিয়ে এক ছাদ থেকে আরেক ছাদ টপকে ওর বাসার ছাদে চলে যাই’।
Tasin/ DBN