ইসলামী শরীয়তে নতুন পোশাক ক্রয়ের ক্ষেত্রে ইসরাফ না করার নির্দেশ দেয়া হয়েছে।অর্থাৎ পোষাক সংগ্রহের ক্ষেত্রে খুব বাড়াবাড়ি না করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে অপচয় বা অপব্যয় থেকে বেঁচে থাকার নির্দেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু তায়ালা দিয়েছেন।পবিত্র কুরআনুল হাকিমে ইরশাদ হয়েছে- “আত্নীয়-স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও ।এবং কিছুতেই অপব্যয় করো না।”-সূরা আল ইসরা, আয়াত ২৬। অন্য এক আয়াতে এসেছেঃ “নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।” -সূরা আল ইসরা, আয়াত ২৭। বর্তমান সময়ের বিত্তশালীগণ যারা মনে করেন বিদেশের নামীদামী মার্কেটে না গেলে অথবা লক্ষ টাকার উপরে না হলে ঈদ শপিংয়ের হক আদায় হয় না, ঈদ শপিংয়ের ক্ষেত্রে যে এই অতিরঞ্জন তারা করে থাকেন তা অনেক ক্ষেত্রে ইসরাফের অন্তর্ভুক্ত হয়ে যায়।
Tasin/ DBN