গতকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় এক তরুণ, এক তরুণী এবং এক মধ্যবয়সী নারী সর্বস্ব হারিয়েছেন ছিনতাইকারীদের কবলে পড়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রিকশায় রাতের দিকে তিনজন যাত্রা করছিলেন। এ সময় কয়েকজন তাদের পথরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয় ছিনতাইকারী । একজন নারীকে ছিনতাইকারীদের মধ্যে টার্গেট করলে তিনি আতঙ্কিত হয়ে বোরকা পরিহিত অবস্থায় কাঁদতে কাঁদতে আকুতি মিনতি করেন এবং বলেন, “গলার চেইন মাটিতে ফেলে দিয়েছি, এই যে নিচে আছে, খোদার কসম এই যে মাটিতে।”
তারপর ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও গহনাসহ যা ছিল সব ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে আতঙ্ক সৃষ্টি করেছে যা বাসিন্দাদের মধ্যে ।