বানান্তের দিনে “রচি নতুন ধারাপাত মুক্তির কলমে” এই প্রতিপাদ্যকে আলোকপাত করে মহা আনন্দের কর্মদক্ষ যোগে তারুণ্যের জয়ধ্বনি তে পালিত হলো “৭ তম স্টামফোর্ড আন্ত: বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৫” । স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ” এর অন্যতম সংগঠন “স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম” কর্তৃক আয়োজিত অংকন অলঙ্কারে সুসজ্জিত চমৎকার এই অনুষ্ঠান চলে দুই দিন ব্যাপি । সুন্দর এই আয়োজনের প্রথম দিনে ছিল প্রস্তুতি পর্ব এবং ভিন্ন ক্যাটাগরি তে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। অডিটোরিয়াম মুখরিত ছিল স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কলরবে। আয়োজনের দ্বিতীয় দিন ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পর্বের অনুষ্ঠান। উৎসবে এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে আসন আলোকিত করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি এর ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান ড. ফারহানাজ ফিরোজ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত সালেহা চৌধূরী, বিশিষ্ঠ লেখক গবেষক দিলীপ দত্ত, জনপ্রিয় কবি পিয়াস মজিদ। অনুপ্রেরণা ছিলেন কবি শাকিরা পারভিন, লেখক ও সাবেক বিদায়ী কমিটির কনভেনর জাকিয়া নূর মতিন , এবং শারমিন সিদ্দীকী। আনন্দ ও গৌরবের বিষয় হচ্ছে বর্তমান শিক্ষার্থীদের আমন্ত্রনে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন ভিন্ন ব্যাচ এর শ্রদ্ধার পথপ্রদর্শক ফোরামের এ্যালামনাই বৃন্দ। সাথে ছিলেন ভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাব আর সদস্যরা। বর্তমান ফোরামের কনভেনর ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক শ্রদ্ধেয় শারমিন সিদ্দীকী ম্যাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব সালেহা চৌধূরী । মূলবান বক্তব্যের সংক্ষিপ্ত বার্তা ছিল সততা,মূল্যবোধ, এবং তিনি আহ্বান জানিয়েছেন আইনের প্রতি প্রতিজ্ঞা বদ্ধ হতে। পরবর্তীতে ক্রমান্বয়ে প্রতীক্ষিত শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ এবং প্রধান অতিথি বৃন্দ। ব্যক্ত করে যান সাহিত্যের অন্যতম আঙ্গিনা গুলো, সভ্যতার আবেগ, জীবন দর্শনে বই এর গুরুত্ব। বক্তব্যের শেষে ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় অতিথিদের।
পরবর্তী অংশ প্রারম্ভ হয় ফোরাম এর সদস্যের একক প্রলয় নৃত্যের মাধ্যমে।পর্যায় ক্রমে পুরস্কার বিতরণী, গান, কবিতা আবৃত্তি, দলীয় নাটক, ও ইউএপি বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথি ক্লাব ইউএপি ড্রামা ক্লাব ও সাউথইস্ট মুভি এন্ড ড্রামা ক্লাব এর জমকালো দুটি নাটক, একক নাটক, দলীয় গান, নাচ এর মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক পর্ব। অগ্রজদের বিদায় সমানার্থের ক্রেস্ট এবং নতুনদের কেতন উড়ায়ে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয় মূল অনুষ্ঠানের শেষ আনুষ্ঠানিকতায় ।