মুজিব:একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন , ‘মুজিব সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল- এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি।‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি তা আমার ভাগ্যে লেখা ছিলো।এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’
তাসীন/ ডি.খ