২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর বিস্ফোরক আইনের মামলায় প্রায় ১৬ বছর ধরে আটক ছিলেন ১২৬ জন বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২৩ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোরে তাঁদের মুক্তির আদেশ পৌঁছানোর পর ১২৬ জনকে যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে ২৪ জন কাশিমপুর কারাগার-১ থেকে , ৮৯ জন কারাগার-২ থেকে , এবং ১৩ জন হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ প্রাণহানী হয় ৭৪ জনের । পরবর্তীতে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়, যার পরামর্শে সরকার প্রচলিত আইনে এর বিচার শুরু করে। হত্যাকাণ্ডে ৮৫০ জনের বিচার সম্পন্ন হয় এবং ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনের কারাদণ্ড দেওয়া হয়। বিস্ফোরক আইনের মামলায় এখনও বিচারাধীন আসামি রয়েছেন ৮৩৪ জন , তবে এর কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত ছিল।